আমি নতুন করে সন্ধান পেয়েছি
গাঢ় অরণ্যের কোলে
এক নতুন ঝরণা,
সেই ঝরণার প্রবল স্রোতের তোড়ে
ভাসিয়ে দিই নিজের পুঞ্জীভুত দুঃখগুলো
তার স্বচ্ছ জলে।
আজকাল যেন বর্ষাতেও সুর নেই
অথচ এই ঝরণার স্রোতে
একটি নিরব সুর আছে,
অন্তঃশীল আবেগ আছে
আছে মাদকতা,
যাতে আমি হারিয়ে যাই
প্রকৃতির গোপন আস্তানায়।
প্রভাতের রবির কিরন যখন
গভীর অরণ্যের ফাঁকে
একটুকু ছোঁয়া দিয়ে যায়
এই ঝরণার স্বচ্ছ জলে ;
তখন আলো ঝলমল স্রোতধারায়
অনুভবি আমি উদাস মনে
হাজারো ব্যর্থ হৃদয়ের গভীর ক্রন্দন
বিশ্ব চরাচরের বিস্তীর্ণ দুয়ার খুলে।


------------------@----------------
.........নিবাস বড়ুয়া
       ১০/০১/২০১৭ ইং।