জন্মের মাঝেই
যেই মৃত্যুর বীজ লুক্কায়িত
সেই মৃত্যুকে আমরা
উপেক্ষা করি কি করে?
এটাই যে মানুষের নিয়তি।
কিনতু এই সত্যটুকু জেনেও
সমাজে কখনো কখনো
কেনই বা পরিলক্ষিত হয়,
নানা অসংগতি আর বিচ্যুতি!
সময়ের সাথে সাথে
জীবনতো পাল্টাবেই
স্বপ্নও পাল্টাবে,
এটাইতো স্বাভাবিক;
তাই বলে কি
মানুষের নীতিবোধও
পাল্টে যাবে?
অবক্ষয় ঘটবে মূল্যবোধের?
আমাদের নীতিবোধ আর স্বপ্নইতো
অনুসরন করবে ভবিষ্যৎ প্রজন্ম;
তবে কি এই মূল্যবোধ না কি
সুন্দর মননশীলতা সমৃদ্ধ
এক মূল্যবোধকে?
থেকে যাবে এই প্রশ্নটি...!!
---------★--------
.........নিবাস বড়ুয়া
        ২৭/০৫/১৬ইং।