তুমি কি কবিতার বিশালতা দেখেছো কখনো
কবিতার গভীরতা কতটুকু!
যদি সাগরের বিশালতা দেখে থাকো
তবেই উপলব্দি করতে পারো
কবিতার বিশালতা।
মনের পুন্জীভূত অব্যক্ত বেদনাগুলো যখন
নিজের অজান্তেই সরব হয়ে উঠে
নির্জীব ইচ্ছেরা সব অস্থির
উপচে পড়তে উদগ্রীব,
আগ্নেয়গিরি হতে
অবিরাম নির্গত হওয়া লাভার মতো;
ঠিক তখনি মনের গহীনে লুকিয়ে থাকা
সেই অনুভুতিগুলো বেসামাল হয়ে উঠে আসে
কলমের তুলিতে,
শব্দের পসরা সাজিয়ে
সযতনে ছন্দময়তায় প্রকাশের ব্যাকুলতায়।
তুমি গগনকে কখনো স্পর্শ করতে পেরেছো,
দিগন্তকে স্পর্শ করতে পেরেছো?
নিশ্চয়ই পারোনি,পারবেও না হয়তো।
যেমনিভাবে পারোনি তুমি
আমার হৃদয়কে স্পর্শ করতে,
তেমনিভাবে কবিতাকেও তুমি
স্পর্শ করতে পারবে না কোনদিন,
কবিতার গভীরতাকেও খুঁজে পাবে না
কবিতার বিশালতা সীমাহীন;
আমার হৃদয়ের বিশালতা সম
যার দৃষ্টিসীমা সুদূর প্রসারিত।
---------@--------
..........নিবাস বড়ুয়া
         ২০/০৯/২০১৫ইং।