মনে হয় অনেক দিন ধরে
আমি নিজের জীবন থেকে
নিজেই নির্বাসিত হয়ে আছি
কোন এক দূর সমুদ্রের
নির্জন দ্বীপে ;
যেখানে আমি শুধূ অনুভবি,
খোলা আকাশের হাওয়া আর
মাঝে মাঝে সমুদ্রের গর্জন
যা আমার হৃদয়েরই যেন প্রতিধ্বনি।
আনমনে শুধূ নিজের ভেতরে
নিজেকে হারাই বার বার আর
তারই মাঝে খুঁজে ফিরি আমি
আমার আমিত্বকে ;
এমনিভাবেই
আমার বেদনার্ত প্রহরগুলো
কেটে যায়
একান্তে নিভৃতে,
নিরালায়।
-----@-----
......নিবাস বড়ুয়া
     ১২/০৮/২০১৬ইং।