জীবনটা তো নিরবচ্ছিন্ন মধুময় নয়
জীবনে অমসৃণ,অস্বচ্ছ পথও
চলতে হয়,
আবার কখনো জীবনে
চরম নির্মম বাস্ততবতাকেও
মানিয়ে নিতে হয়।
জীবনের গতি প্রতিনিয়ত হোঁচট খায়
প্রতিটি বাঁকে,
তবুও জীবন থেমে থাকে না
গতিশীল থাকে বহমান নদীর মত;
এমনকি কোন কোন ক্ষেত্রে
কারো সাথে সম্পর্কহীনতায়।
স্বপ্নেরাও আহত হয় বার বার
কিনতু কোথাও পালাবার সুযোগতো নেই,
এরি মাঝে ছোট ছোট কিছু আশা
আর কিছু স্বপ্ন নিয়ে
ঘাত প্রতিঘাত অতিক্রম করে,
জীবন বয়ে চলে
কাল থেকে মহাকাল।
--------------
.......নিবাস বড়ুয়া
      ১১/০৪/২০১৬ ইং।