তোমার কি মনে পড়ে
সেই ভরা পূর্ণিমা রাতে
রূপালী চাঁদের আলোয়
আকাশ ছোঁয়া অনুভুতি নিয়ে
ব্যক্ত করেছিলে তোমার মনের
হাজারো গোপন ব্যথা!
জোছনার চাদর মুড়ি দিয়ে
বিচরণ করেছিলে
আকাশ কুসুম চয়নে;
দুলেছিল তোমার মন
পূর্ণিমার জোয়ারের টানে।
বাজিয়েছো বীণ,
বেঁধেছিলে সুর তারায় তারায়
অন্তবিহীন।
চিন্তায়-মননে ছিল
ভালোবাসার চরম উপলব্ধি,
মিলনোন্মুখ হয়ে উঠেছিল
যখনি চাঁদ
ভরা যৌবনের উন্মত্ততায়
প্লাবিত হয়েছিল নদী যখন
জোছনায়,
সেই মধুময় ক্ষণ
নক্ষত্ররাজি কেঁপে উঠেছিল
হৃদয়ে জেগেছিল অদ্ভুত শিহরণ।
---------★---------
.......নিবাস বড়ুয়া
      ২১/০১/২০১৭ইং।