ঐ পথ কি ভুলে গেছো?
যেথায় ছিল নিত্য আনা-গোনা
যে পথটির বটের ছায়ায়
ভর দুপুরে আঁকতাম বসে আলপনা ;
তুমিইতো দেখিয়েছিলে
সেই পথটির ঠিকানা।
সেথায় বসে সাজিয়ে নিতাম ইচ্ছেমত
তোমার আমার প্রেমকাহিনী
ডুবে যেতাম প্রেমসাগরে
ভাসিয়ে দিতাম প্রেমতরী।
নানা রঙে সাজিয়ে নিতাম
স্বপ্নকুটীর ক্যানভাসে,
আশা ছিল সেই কুটীরে
থাকবো দুজন মনের সুখে
কাটিয়ে দিতাম সারাজীবন।
জানালা দিয়ে আকাশ দেখতাম
শুভ্র মেঘের ভেলা দেখতাম ;
শুনতে পেতাম
সেই কুটীরের পাশে থাকা
ছোট্ট নদীর কলতান।
এখন তুমি ভুলে গিয়ে
ধোঁয়ার মত মিলিয়ে গেলে
সব স্মৃতিকে পিছে পেলে...!
--------★-------
......নিবাস বড়ুয়া
      ০৪/১০/২০১৫ ইং।