অভিমানী ছেলেটি,
তুমি বুঝেও কি বুঝ না
নাকি বুঝতে চাও না?
জীবনের উপর
এতো বিতৃষ্ণা কেন তোমার?
জীবনতো জীবনই,
জীবন মানে যুদ্ধ
বেঁচে থাকার যুদ্ধ
জীবন তো ফুলশয্যা নয়,
যুদ্ধ করে পথ চলা।
জীবন মানে বৃষ্টিতে ভেজা,
রৌদ্রের তীব্র তাপদাহে দহিত হওয়া
এরি মাঝে বেঁচে থাকা।
স্বপ্ন দেখো আর
বাস্তবায়ন করো
হয়তো তুমি বলতে পারো,
কাঁচ যেমন ভেঙ্গে যায়
মানুষের স্বপ্নও ভেঙ্গে যায়।
ভেঙ্গে যদি যায় যাক্ না তবে
তাতেই বা কি...!
আবার স্বপ্ন দেখো
সেই স্বপ্নকে বাঁচাও।
আঘাতে পাথর কখনো গলে না,
সেই পাথরের মত
মনকে শক্ত করো
বাঁধার দেয়াল উপড়ে ফেলো।
বিচিত্র দুঃখের সমাবেশ হলে
কিছুক্ষণের জন্য মনকে
নিঃসঙ্গতার ডিঙ্গিতে ভাসিয়ে দাও,
দেখবে নতুনত্ব
খুঁজে পাবে বিশালত্ব ;
মনে আসবে সুখ আর প্রশান্তি।
তারপর আবারো
আত্মবিশ্বাসী হয়ে উঠো,
পূর্ণ উদ্যমে এগিয়ে চলো
সকল বাধা-বিপত্তি উপেক্ষিত হয়ে
আসবে তবে সফলতা...!!
----------০--------
........নিবাস বড়ুয়া
        ২৯/০৬/২০১৬ ইং।