কিছুই যেন ভাবতে পারি না তোমাকে ছাড়া
ভাবনার রঙগুলো ধূসর হয়ে উঠে
কবিতার পংক্তিমালা হারিয়ে যায়
স্বপ্নেরা সব আহত পাখির মত
লুটিয়ে পড়ে আর্তনাদ করে।
অনুভুতিগুলো ঐ দূর মেঘমালার ভীড়ে
হারিয়ে যায় ;
ছন্দপতন ঘটে কবিতার,
জীবনের গতি থেমে যায়
পাগল হয়ে উঠে মন
না বলা কথাগুলো বলার জন্যে।
তুমি কি আসবে না আর
যাবে না সেই ছোট্ট নদীটির তীরে
বটের ছায়ায় কোন এক শান্ত বিকেলে..?
তুমি যে কথা দিয়েছিলে আমায় সেদিন..!


------------০-----------
............ নিবাস বড়ুয়া
             ১৮/০৯/২০১৫ ইং।