মুহূর্ত শেষ হয়
দিন ফুরোয়
বছর পেরিয়ে যায় ;
এমনিভাবে সময়ের চাকা
আবর্তিত হয় তার নিজস্ব গতিতে।
জীবন এগিয়ে চলে
সময় পরিবর্তনের ধারায়
প্রকৃতিও পরিবর্তিত হয়
পরিবর্তিত হয় মানুষের মন,
মানুষ বদলে যায়।
অনেক ক্ষেত্রে কাছের মানুষগুলোও
অচেনা হয়ে যায়
চলে যায় অনেক দূরে,
কি বৈচিত্র্যময় পৃথিবী...!
সময়ের আবর্তে কখনো কখনো
জীবনের গতি থেমে যায়
আবার কখনো সচল হয় ;
একদিন যবনিকাপাত ঘটে
একটি অধ্যায়ের,
একটি জীবনের।
------০------
.......নিবাস বড়ুয়া
       ১৩/১১/২০১৫ইং।