ইতিহাসের লালন করা অনেক ক্ষত
কালের গর্ভে হারিয়ে গেলেও
নির্মম নির্জনতায় ;
তবুও কিছু কিছু ইতিহাস রয়ে যায়
কালের স্বাক্ষী হয়ে
অতি সযতনে মনের মুকুরে
আর নিশ্চুপ শব্দের শিল্পকলায়।
যেমন আজো
বায়ান্নের রক্তে ভেজা দাগগুলো
হৃদয়ের ক্যানভাসে
অংকিত হয়ে আছে অবলীলায়।
যা মাঝে মাঝে সরব হয়ে
আমাদের সুপ্ত কোষগুলোকে
আলোকিত করে তোলে
আর প্রতিনিয়ত
অনুপ্রেরণা জুগিয়ে যায়।
যা বিশেষ চিহ্নে চিহ্নিত হয়ে রবে
ক্যালেন্ডারের পাতায় অনন্তকাল
উজ্জ্বল সজীবতায়।
-------০------
......... নিবাস বড়ুয়া
          ০৮/০১/২০১৭ ইং।