নিঃসঙ্গতা মানে জীবনের ব্যর্থতা নয়
নিঃসঙ্গতা বরং মানুষের মনের বিশালতা,
প্রকৃতির মতো উদারতা।
নিঃসঙ্গতা মানে মানুষের চিন্তা-চেতনা
আর ধ্যান-ধারণাকে উন্মুক্ত আকাশ ও
সাগরের ন্যায় অসীম সীমানায় নিয়ে যাওয়া,
হৃদয়ের অব্যক্ত অনুভুতিগুলোকে সমৃদ্ধ করা।
নিঃসঙ্গতা মানে পরাজয় নয়
পরাজয় হলো ভিন্ন কিছু..।
--------@--------
........নিবাস বড়ুয়া
       ২৭/০৮/২০১৫ইং।