শীতের কোন এক কৃষ্ণপক্ষের রাত
আকাশে চাঁদ নেই
অগণন নক্ষত্রের মুক্ত বিচরণ
মিটি মিটি আলোর ছড়াছড়ি,
মাঝে মাঝে দৃশ্যমান উল্কা পতন।


হিম হিম মাতাল হাওয়া
মনকে শিহরিত করে
ফেরারি স্মৃতিরা।
দাঁড়িয়ে আছি আমি
তমাশার তীরে নগ্ন শরীরে
পাশে কেউ নেই, নির্জন একাকী।


ক্ষীণ ক্ষীণ আলোর মাঝে
একটু একটু করে আবারো হাঁটতে থাকি
গ্রামের সেই ছোট্ট নদীটির দিকে
যেখানে বসে সাঁঝের বেলায় করেছি
দুজনে কত না সুখ-দুঃখের আলাপন,
বাহুতে বাহু মিলায়ে
পরম সুখের সাগরে
নিজেদের ভাসিয়ে দিতাম।


কৃষ্ণপক্ষের এই ক্ষীণ আলোর মাঝে
তুমি কি আসছো আমাকে একটু স্পর্শ দিতে!
আমিতো এখন বিশাল শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছি,
অসীম শূন্যতা আর
মনের আকুলতা,আবেগময়তা
নিথর, নিস্তব্ধ...!
--------@-------
..........নিবাস বড়ুয়া
          ২৫/০৯/২০১৫ ইং।