মন ভালো নেই বলে
একদিন সাগর পাড়ে গিয়েছিলাম,
সাগরের কাছে চাইলাম--
একটু বিশালতার ছোঁয়া
সাগর কি বললো জানো!
আমার বিশালতা যে সুদূর বিস্তৃত
কেমনে দেবো তোমায় বলো?
শ্রাবন মেঘের কাছে গেলাম
বললাম--একটু বৃষ্টি দাও,
বৃষ্টি ধারায় ভিজে ভিজে দেহ মনকে
একটু আবেগময়তায় আপ্লুত করে তুলি ;
অমনি মেঘ বললো,
আমি এখন যাবো যাবো
সময়তো নেই।
তবে বলতো আমি কোথায় যাই!
শেষ অবধি মরণকে বললাম
আমাকে মৃত্যু দাও ;
মরণ বললো,
আমিতো আছি তোমার সাথে
আমি যে মরণের জন্যেই
তোমার জীবন তরী বাই...।


---------@--------
..........নিবাস বড়ুয়া
          ০২/১০/২০১৫ ইং।