চলেছি তো অনেক দিন
দীর্ঘ পথ,
আলো আর অন্ধকারের অলিতে গলিতে
বাস্তবতার জগতে ;
কিনতু যা কিছু আমরা পেয়েছি
হারিয়েছি তার চাইতেও
অনেকটা বেশি।
যুগের অভিশপ্ততায়
কষ্টের মিছিলে কেটে যায়
জীবনের অনেকগুলো বেদনার্ত প্রহর ;
তবুও কি আমরা পেয়েছি
আমাদের প্রত্যাশিত প্রাপ্তি...?
যদিও সৃষ্টির সবকিছু এখনো আছে,
তবুও যেন আবার নেই
হারিয়ে যাচ্ছে প্রায় আজ।
তাইতো আজ সময় এসেছে,
জীবন সাগরের অতল তলে
হারিয়ে যাবার আগে
অন্তর সমুদ্রে অবগাহন করে,
যেতে হবে গভীর থেকে গভীরতায়
সুনিপুণ চেতনায় সমৃদ্ধ এক ভাবধারায়
উদ্বুদ্ধ হতে আর ক্ষয়ে যাওয়া
হৃদয়কে অনুরণিত করতে।
--------★---------
...........নিবাস বড়ুয়া
           ১৮/০৬/২০১৬ ইং।