আজ যেন
চুপি চুপি মেঘেরা
আকাশ থেকে উড়ে উড়ে
নেমে এসেছে,
পৃথিবীর মাঠের সবুজে ;
চারিদিকে গুমোট ভাব
নির্জন পাহাড়ে হাওয়ার মতো
একা একা ঘুরছে বিষন্ন মন,
যেন জড়ায়ে জড়ায়ে যায় সাগরের জলে
ঢেউয়ের মতন।
তুমি আসবে বলে হয়তো
বিকেলের পৃথিবীর রুপটা
হয়েছে এমন।
সন্ধ্যের আলো-আঁধারের খেলা
জানান দিচ্ছে তোমার আগমন ;
তুমি চলে এসো,চলে এসো
প্রকৃতির মতন মৌনতা ভাব নিয়ে
ক্ষীণ আলো,ক্ষীণ আঁধারে
দুজনে হাঁটবো পাশাপাশি
চলবো বহুদূর...।
-------------
........ নিবাস বড়ুয়া
        ১১/০২/২০১৬ ইং।