বৃষ্টি ভেজা রাতে
মনে পড়ে তোমাকে খুব
তোমার হৃদয় বীণার সুর যেন
ভেসে আসে
একটু একটু শীতল হাওয়ার স্রোতে।
বাতায়ন খুলে অপেক্ষায় থাকবো
আলো আঁধারের ফাঁকে
এই বুঝি তুমি এলে
ঘুমকে বিদায় জানাবো রাতের কোলে।
তুমি আসছতো...?
তোমাকে নিয়ে সারাটা রাত কাটাবো
রাতের নিঃসঙ্গতাকে সঙ্গী করে
তোমার কোলে মাথা রেখে
অতীতের পুন্জীভুত
সুখ দুঃখের আলাপনগুলো
সেরে নেবো এক ফাঁকে।
রাতের আঁধারে প্রদীপ জ্বালিয়ে
মিটি মিটি আলোতে
তোমার দেহের প্রতিটি ভাঁজের
লুকায়িত রুপকে অপলক দৃষ্টিতে
দেখবো নিসংকোচে আর শিহরিত হবো ;
আমার বুকের সমস্ত উষ্ণতা দিয়ে
তোমাকে আড়াল করে রাখবো
রাতের অন্ধকার থেকে।
এমনি করে কাটিয়ে দেবো
রোমাঞ্চিত রাত,
নিশি পোহাবে
ভোরের আলো ফুটবে ;
আমি আবারো অপেক্ষায় থাকবো
এমনি আরেকটি মধুময় রাতের জন্য।
---------------- 0--------------
...........নিবাস বড়ুয়া
           ০৪/০৪/২০১৬ ইং।