এমন যদি হতো
ইচ্ছে হলে পাখির মতো
নীল আকাশে যখন তখন
ডানা মেলে উড়ে গিয়ে
পৌঁছা যেতো তোমার কাছে ;
ছোঁয়া যেতো তোমার হৃদয়
হতাম আমি শিহরিত।


এমন যদি হতো
ইচ্ছে হলে যখন তখন
নিতেম তোমায় আপন করে,
জড়িয়ে নিতাম আমার বুকে।


এমন যদি হতো
কোন এক ভর দুপুরে
গাছের ছায়ায় কিংবা
এক পড়ন্ত বিকেলে,
কোন এক শান্ত নদীর তীরে
আড্ডা দিতাম একসাথে
হারিয়ে যেতাম দুজনে
দিগন্ত সীমার ওপারে
স্বপ্ন ডানা মেলে।
------০-------
...... নিবাস বড়ুয়া
       ১৫/১২/২০১৫ ইং।