একটি ব্যতিক্রমধর্মী কবিতা
লিখবো লিখবো করে
লিখাই হয় না আর ;
কেন না ব্যর্থতার ইতিহাস ভরা
কিছুই লিখতে মন যে
সায় দেয় না আজ।


কেনই বা লিখতে যাবো..!
এই প্রশ্নটাই বার বার
তাড়িত করে মনকে
মন বলে," ভূল করছো তুমি,
সফলতা দিয়ে ঢেকে দাও
ব্যর্থতার কালো ইতিহাস আর
মনের নির্মল আলো দিয়ে
তাড়িয়ে দাও অভিশপ্ত আঁধারকে ;
গোপন দুঃখ-যন্ত্রণা,বেদনাগুলোকে
উন্মুক্ত আকাশের বুকে ছুড়ে দাও।"


তাইতো বলি মনকে-কঠোর হও,
গভীর ভালোবাসা-মমতা আর
ধৈর্য্য নিয়ে এগোতে হবে
সামনের দিকে,
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে
সকল অশুভ শক্তিকে
পরাস্ত করতে হবে
মানুষের পশুত্ববোধকে,
জাগ্রত করতে হবে বিবেককে
তবেইতো কলমের তুলিতে
উঠে আসবে সেই
ব্যতিক্রমধর্মী কবিতা।
-----------------
.......নিবাস বড়ুয়া
       ০৪/০৬/২০১৬ ইং।