আমিতো অনেক বছর ধরে
অনেক পথ হেঁটেছি,
পৃথিবীর পথে পথে অনেক ঘুরেছি আমি
কি বৈচিত্র্যময় পৃথিবী!
কখনো দেখেছি আমার চোখে অন্ধকার
আবার কখনো আলোর ঝলকানি
কিংবা আলো আঁধারের খেলা।
ঘোর অমানিশার অন্ধকার রাতেও
প্রতিটি আঁধার গলির ফাঁকে ফাঁকে
খুঁজেছি তারে আমি,
অন্ধকারের ভয়াবহতা যেমন দেখেছি
তেমনি উজ্জ্বল রোদের প্রখরতাও দেখেছি।
এমনকি লাজুক পাখীদের ভীড়ে
যখন তারা ধূসর ডানা মেলে মেতে উঠে সেখানেও।
জীবনের সবকিছু উজার করে দিয়ে
হৃদয়ের গভীর উষ্ণতা দিয়ে চেয়েছি তাকে,
তবুও পাইনি ; পেয়েছি শুধূ অবহেলা আর ঘৃনা।
তারপরেও খু্ঁজেছি তারে আগুন ঝরা গ্রীষ্মের
পড়ন্ত বিকেলে কিংবা বরষার অবিরাম বৃষ্টিধারার
প্রতিটি ফোঁটায় বা শরতের কোন এক শুভ্রসকালে
নদীর ধারে কাশবনের মাতাল ঢেউয়ে
বা হেমন্তের শিশির সিক্ত দূর্বাদলে
আবার কখনো কুয়াশার চাদরে ঢাকা
শীতের রাতে হিম হিম মাতাল হাওয়ার মাঝে
বা শিমূল,পলাশ-কৃষ্ণচূড়ায় ঢাকা বসন্তে
কোকিলের কুহূতানে।
কোথায় খুঁজিনি তারে আমি!
তবে হয়তো আসতেও পারে সে একদিন
বড় অবেলায়,
যেদিন হয়তো আমি হবো অস্বিত্বহীন।
আমি এখন বড় ক্লান্ত-পরিশ্রান্ত।
আমিতো চাইনি এমন কিছু
দেখেছি এমন এক স্বপ্ন ;
চেয়েছি ভালোবাসা
যেখানে থাকবে না কোন স্বার্থপরতা
বা কলুষতার ছোঁয়া,
মধ্যযুগীয় বর্বরতার স্পর্শ
যেখানে থাকবে শুধূ
সুন্দরতম এক স্বপ্ন যা নিয়ে যাবে
জীবনকে,
এক আলোকিত পৃথিবীর পথে।
---------★--------
........নিবাস বড়ুয়া
        ২৯/০৮/২০১৫ ইং।