মনের জানালায় উঁকি দেয়
বিকেলের ফিকে রোদ
বেদনার ভারে বুঝি এমনি বোধ!
সাধ ছিল ছুঁবো আকাশ
স্নাত হবো তারার আলোয়
হৃদয় জমিনে করবো ভালোবাসার চাষ।
আলো আর আঁধার চক্রে ঘুরতে ঘুরতে
যেন শেষ হয় না জীবনের পাঠ
স্মৃতিতে শেওলা জমে,ধূলিময় পথ-ঘাট।
তবুও আহত স্বপ্নেরা একটু একটু করে
আবারো এগোতে চায়
বেঁচে থাকার প্রত্যাশায়।
শস্যের ক্ষেতে আবারো সোনালি ফসল
আনন্দে মাতোয়ারা কৃষকের বুক
কানায় কানায় ভরা নদীর জল।
উপছে পড়া জোছনার জোয়ার
দূরীভূত হয় ফিকে রোদ
উজ্জ্বল হয়ে উঠে সূর্যালোক।
--------------0------------
........নিবাস বড়ুয়া
       ২৭/০৩/২০১৭ ইং।