আমিতো কবি নই
এলোমেলো কিছু ভাবনাকে
শব্দের মালা গেঁথে শুধু
আপন মনে সাজাতে
সামান্য প্রয়াস চালাই।


তাইতো আমি চাই
নিজের বদ্ধ ঘরে বসে
পাগলের উন্মত্ততায়
কবি সত্তাকে খুঁজতে
প্রকৃতিতে ঘুরে বেড়াই।


কখনো গভীর অরণ্যে
কখনো সবুজ শস্য ক্ষেতে
কিংবা হাজার নদীর মোহনায়
খুঁজে ফিরি আমার আমিকে
আকাশের সবুজ নিলীমায়।


মাঝে মাঝে উড়ে বেড়াই
উদভ্রান্তের মতন
উদাসী হাওয়ায়
কখনো খু্ঁজি চন্দ্রমল্লিকা বনে
কখনোবা শব্দের সাজানো বাগানে।


তাইতো বলি আমি কবি নই
আমি শুধু খুঁজে বেড়াই
মহান কবিদের সত্তাকে
অনন্ত বিশ্ব চরাচরে
তাঁদের সৃষ্টির পাতায়।
----------0-----------


.......নিবাস বড়ুয়া
       ০৫/০৪/২০১৭ ইং।