ক্ষীপ্রতায় বীতশ্রদ্ধ চোখে পদ্ম পদপিষ্ট
সুন্দরের মুখোমুখি সব ক্লান্ত ;
রক্তশূন্য উলঙ্গ তেজও শান্ত ।।


কারো কুঁড়ে ঘরে ,
আমলানো টোকো পান্তায় শুধুই কাঁচালংকা
সামনের নুনের বাটিটা শূন্য ।।


কারো সুউচ্চ অট্টালিকায় ,
অস্থির জোনাকির মত ঠোঁটে
মিটিমিটি হাসি আর আলো ।।


জিন্স প্যান্ট পরা নাইট ক্লাবে সভ্যতা লুকিয়ে
টাকার ভাঁজে যৌবন স্নান ;
লাথ খেয়ে বেড়ে ওঠে “ফুটপাতের রাজপুত্র”  ।।