পারে
আমার
ছোট্টোগ্রাম
আমি মায়ের
আদুরে সন্তান ।
সবুজ ধানক্ষেত
পল্লী  বাংলার প্রাণ ,
সকালে রবির আলো
রাতে চাঁদ ভোরা
মলিন কোমল
ঝিনুক মালা
দেয় দোলা
বাতাস
জুড়ে
ঐ ।

বাঁশ
বনের
মাঝখানে
ঝিঁঝিঁপোকার
সুরের মায়াতে
শান্ত   জনজীবন
উৎকল  আনন্দের
পূর্ণস্রোতে ভাসায় গা
সোনালি বনলতা
রাজনন্দিনীকে
চিনে নিতেই
মুখরিত
বঙ্গমা
ডাকে
যে !