সকল প্রশ্ন আমার, উঠে আসে পিঞ্জর মাঝে
কড়া নাড়ে দরজায়, সময় অসময়ে......
অনুভূতি গুলি আমার হতে চায়, ভিতর বাহির,
মরে যেতে চায়, পায় যদি অন্য কোন আশ্রয় ....


সকল প্রশ্ন আমার, উদ্ধত আর নির্দয়-
হঠাৎ হাজির হয়, তোমার বক্ষ মাঝে.....
নাড়িয়ে দেয়, বিশ্বাসের ভিত তোমার,
বাসা বাঁধে ক্ষোভ, ভালো লাগে না আর আমায়...


সকল প্রশ্ন আমার, ঘুরে বেড়ায় বিশ্বাসের
অলিগলি, হয়ে যায় ভবঘুরে ....
খুঁজে পায় না, ঠিকানা একটু ভরসার ....
শান্ত মনে তোমার, এঁকে দাও আমার বিকৃত প্রতিবিম্ব.


সরে  যাচ্ছ ধীরে ধীরে বহুদূর, সাথে নিয়ে ছোট বড়
মিথ্যে অগণিত, শুধু রাখা অস্পষ্ট অনুভূতি,
আর কিছু অব্যক্ত যন্ত্রনার কথা...আমার জন্য.