আজ কবিতা অভিমান করেছে
অক্ষরমালা  ব্যথিত
রসালো নৈরাজ্যের নির্বাণ পেয়েছো
ছেড়ে  মুক্ত হলেই সার, ভেবেছো ?
ছুটে চলেছ  কোন দিগ্বিদিকে
ব্যাথার দানে কেন এই খন্ডন ?
তোমার প্রলেপণে ঢেকে আছে সব
শুনে  যাও বিধ্বস্ত লাইনগুলোর ক্রন্দন


আজ বন্দনা করি তোমার
মুক্তিপথের চড়ানো  উচ্ছাসে
শত জখমের লেপ দিয়ে যাও
কোথায় চললে, কোন কীর্তির উদ্ভাসে ?