**
শব্দরা কোন এক বলয়বিহীন অক্ষ ঘিরে ঘিরে
ভাবানুবাদে রচনা করে চলেছে
সুস্মিতার কান্না ।


**
আমি সে,
সে ই আমি।
দ্বিতীয় কোন ছায়া ছিলনা ওখানে ।


**
নিকোটিন মিশ্রিত প্রতিটি নিঃশ্বাসে
যেন,তুমি ঘুরে আসো একটা বিদ্ধস্ত  অথচ শিল্পিত নগরী ।


**
যে আমাকে চঞ্চল করে তোলে সে তোমার
ভালবাসা নয়, কেবল তুমি


**
কাঞ্চন-কামীনির অলকায় বিদ্ধ আছে
কোন এক প্রণয়িনীর বিস্তীর্ণ অন্ধকার।