একবার ভাবুন,
গর্ভগৃহে থাকা শিশুটির কথা
যে চাইলেও বেড়িয়ে আসতে পারছে-না
সমীচীত সময়ের অভাবে
সেও বিবর্তিত প্রাণ এক
হৃদয়  যার  মূখ্য অর্গান।


বস্তুত,তখন আমরা মৃত
ভূমিষ্ঠ হবার মূহুর্তগুলোতে মুলত আমরা ছিলাম না
আদতে, মৃত্যুরা জন্মায়-
মরে যাবার তাগিদ নিয়ে ।