মরচে পড়া সন্ধ্যায় যে পথিক কখনো খুঁজে
পায়নি প্রেমিকার সান্নিধ্য
ফিরে যাওয়ার পথে সে পাঠ করে নিয়েছিল
মৃত্যুর সমস্ত প্রকরণ ।
সে প্রেমিক-
    ইতিহাস যাকে ভুলে গিয়েছিল
বস্তুত, ইতিহাস কখনওই ইতিহাসকে স্মরণ রাখে নি  আজও
দ্যাখো,চিরাচরিত অতীতে -
আজন্মকাল ধরে
আমাদের ইতিহাস ছিল সংগ্রামের
আমাদের ইতিহাস ছিল নাশকতার
আমাদের ইতিহাস ছিল হত্যার..
এখানে প্রেম নেই,
যদিও ছলনার সাথে ব্যক্তি মানুষের সহবাস
বহুযুগান্তরের !


তবে আজই হোক পৃথিবীর দীর্ঘতম রাত্রিটি
খসে পড়ুক গাছেদের বল্কল
যদিও নিজেকে বিবস্ত্রা করলেই অন্তরাত্না
নগ্নতা যায় না
এই রাতেই জেগে উঠুক বস্তুজগতের সমস্ত কাম ও ডানা
অথচ, আমরা কেউ কাউকে ভালবেসে চুমু খাইনি
কোনদিন !
এই ধাবমান কাল আমাদের
এই অন্ধকার আমাদের
এবং অন্ধকারে দাঁড়িয়ে তুমি এবং মৃত্যু !


এই যদি শেষ দ্যাখা হয়,
যদি চিরকালিক কিছু অসহ্য বিস্ময় না থাকে আর
যদি প্রেমহীন থাকতে হয় পরবর্তী জীবন
যদি মৃত্যুহীন থাকি অপ্রেমে -
অহেতুক বেঁচে থাকা আমাদের
এসো, জড়িয়ে  ধরো আমাকে
যেন দূরত্বকে মনে হতে থাকে ঘিঞ্জি - শিল্প !
যতটুকু কাছে আসলে মানুষ  খুঁজে পায় মহান শূন্যতাকে, তাকে তুমি গ্রহণ করো


এসো,আমরা পরস্পর পরস্পরের মৃত্যু উপভোগ
  করি !