শতাব্দীর শেষ হেমন্তে আপনার সাথে দ্যাখা
হবে !


সফলতার মন্ত্র জপ  করতে করতে আমরা
জেনেছিলাম
"মাঝে মাঝে মনেরও বিরুদ্ধাচরণ যেতে হয় "
আমি বড্ড আনাড়ি গো আলো দি
নিজের বিরুদ্ধাচার করেছি বহুত
অথচ আমি ব্যর্থ এবং
অথচ আপনার বিরুদ্ধে যাওয়া হয়ে উঠে নি
কোনদিন !
বিশেষত, পারিনি ।


রাজ্যের অসুখ এবং ক্রমাগত  সংস্কার
চর্চা করতে করতে মানুষ জেনে গেছে ,
"ধ্বংসের পূর্ববর্তী এবং পরবর্তী শব্দের নাম
প্রেম "
আপনি বরং দর্শন চর্চা করুন
যেহেতু আমাদের  আরও কিছুটা
মানুষ হয়ে উঠতে হবে ।


ভালবেসে,
যদি মানুষের ব্যক্তিগত অন্ধকার হারিয়ে ফেলে
স্বচ্ছতার পরিভাষা
যদি বিচ্ছেদ না হয়
যদি দুরত্বই না থাকে
মানুষের কাছে মানুষের অভিযোগ নিয়ে
কারা মিছিলে যাবে !
কারা পাঠ করবে একটি কবিতা,
কারা করবে বৈষয়িক   হাহাকারের দ্বিতীয় নামকরণ?
তবে চলুন কমরেড,আমরা একটি মিছিল ঘোষণা করি
কবিতা হয়ে উঠুক আমাদের পরবর্তী শ্লোগান


মানুষের বেঁচে থাকা -সেই তো মৃত্যুর দিকে ভ্রমণযোগ্য পথ
যদি ধ্বংসই না হই
তবে সৃষ্টির বুকে আমাদের গর্বের কিছু নেই আলো দি
আসুন বিলীন হই
শরীরভ্রমণ করি একে অপরের
চুমু খাই পরস্পরকে
অপ্রাপ্তিরা জেনে যাক,ঈশ্বরীর ঠোঁট
এবং প্রার্থনারত প্রেমিকের হৃদয়-
পৃথিবীর শুদ্ধতম আশ্চর্য


অথচ আমি এতো সঙ্গমপ্রিয় ছিলাম না কখনো!
অথচ মানুষ ভালবেসে পেয়ে যায় তার ব্যক্তিগত বেদনাবাহক  


শতাব্দীর শেষ হেমন্তে আমাদের দ্যাখা হবে
আমি ভাল নেই
আপনি কেমন আছেন আলো,দি ?