বাহুবল থেকে নীপবন, যতদূর দুজন
হেঁটেছি একা, পথের দাবিতে যদি ভালোবেসে যেতে হয়, যাবে ? যদিও জরাক্রান্ত নগরজীবন
একটি শ্লোগানমূখর জনসভায় দাঁড়িয়ে
যদি মানুষের পৃথিবী কামনা করি,
যুদ্ধে নির্ভারতা এবং আত্মাহুতি দিই সাম্যে,নারকীয় জাদুঘরে যদি বেঁচে থাকে আমার মমি!
সেও কি উপেক্ষাযোগ্য ?
যদিও মানুষ --
সবার মতো সবাই নয়, কেউ কেউ কারো মতো !