এখনি যেতে হবে কেনো? বেলা পড়ুক
যেহেতু বিদায় সম্ভাষণের যথার্থ কৌশল সম্পর্কে আমরা অবগত নই
আরও কিছু আসুক দুর্যোগ
প্রতিস্পর্ধায় ফেটে পড়ুক সামাজিক বুর্জোয়ামি
নিত্যকার মধ্যবিত্তীয় হাহাকারগুলো
সুখী হয়ে উঠুক আরও


তবু ক্রমাগত আকাশের দিকে উড়ে যেতে যেতে
কতোটুকুই'ব পাখি হতে পারে মানুষ?
এই ভেবে ভেবে পুনরায় দুজনে ভাববো --
কতোটা দূরে থেকে গেলে জেনে যাওয়া যাবে
দূরত্ব এক বিভ্রম,অথচ চরম বাস্তবমাত্র বৈ কিছুই নয়


যাবেই যখন,এক্ষণি কেনো ?আরও
কিছুদূর এগিয়ে যাক আমাদের দূরত্ব,তারপর
সন্ধ্যার তৃতীয় দৃশ্যের বেলা পড়ে গেলে
শেষ ট্রেন করে যে চলে গেছে,তাঁকে ভালোবাসা
জেনো...


পুনশ্চ,
আমাদের প্রতীক্ষা থাকুক পরবর্তী শেষে'র