এই নাও-
ব্রম্মান্ডের শুদ্ধতম প্রেম, তাঁকে রোমাঞ্চিত করো নির্ধূত কলায়,
যেখানে সুন্দরের সমীচীত কোনো অবয়ব নেই।
দামিনী, উচ্ছল তরঙ্গে তুমি বেজে ওঠো ধ্রুপদ এস্রাজে -অজস্র মৃত্যুর সমূহতা মথিত করে
ফিরে ফিরে আসা তবু পুনরুত্থানের করুণাধারায়; ইথারে আমাতে নিলীন হয় দ্বৈতবাদের ধ্বংসপ্রহর। অর্থাৎ
যেনো বহুকাল প্রতিনিয়ত নিয়মবশে সন্ধ্যা নেমে যাবার পর আর কেউ নেই -
অস্বীকারের মতো "আমি" বলে অন্য কেউ নেই!