**
সবকিছু কেমন ম্লান হয়ে আসছে,কত ধূসর ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে এইসব যাপনলিপি । বিন্দু জল যেমন সমুদ্রে ডুবে যাবার পর নিজেই সমুদ্র হয়ে যায় গভীর রহস্যে
আমারও তেমন তুমি নামের দুঃখ আছে বলে নির্মল অহংকার হবে।জানা হবে -এ'ই চির অবিচ্ছিন্ন মোহ
এখানে দূরেরও কাছের,এখানে সে'ও আমি।


**
কী এক সুনিবিড় আত্মগোপন -আমিও শিখে গেছি
দুঃখের হাসি,অবধার্য ঋতুচক্রে কী'বা আসে যায় যদি না হৃদয় আস্ফালিত হয় আয়োজনের ব্যবহার্য চিন্তায়?
কোরাসে সাফল্য গেয়ে যাওয়া সকল ব্যর্থতা নিয়ে
দ্যাখা হবে একদিন বিস্ময় সন্ধ্যায়
পালন করা হবে গোলাপের সমাবেশ;ভেবে ভেবে
মিথ্যার স্বরূপ হেসে গেছে ত্রস্তের হাসি -কী কঠিন এই সহজ যাপন!