প্রজাপতিটা হাঁটছে
দেখে, হেসে ফেলে অবাধ্য ছেলেটা ।
পকেটে আরশোলার গন্ধমাখা রুমাল,
উইমাটি হাত ছুঁয়ে ছুঁয়ে যাবে
সেই আকাশটা...
বৃষ্টি হলেই ভেঙে যায়
রোদ পড়লেই শুকিয়ে কাঠ !
অবাধ্য ছেলেটা সারাদিন
ঘাসফড়িঙ্গের ডানা ছুঁয়ে থাকে ।
প্রজাপতিটা হাঁটছে,
হাঁটতে থাকে ...
আরশোলা গন্ধ রুমালটা
ঘর বাঁধে শালিকের ডানায় ।
ছেলেটা কাঁধে নেয় সন্ন্যাসীর উত্তরীয় ।