সৃষ্টি যেখানে গাঁটছড়া বাঁধা অশ্লীলতার দোহাই,
প্রহসন ভেঙে সেখানেই আমি
সৃষ্টি তোমাকে শোয়াই ।


আধুনিকতার সংজ্ঞা বদলে সময়ের সাথে সাথে,
কাব্যদেবীও ঘুরিয়েছে বাঁক
সৃষ্টির সংজ্ঞাতে ।


বদলেছে যুগ, বদলে চলেছে সাহিত্য সুর ধারা,
সমাজ বলেছে- বুক জুড়ে থাক
অশ্লীল অন্তরা ।


সাহিত্য যদি সমাজের এক দর্পন হয়ে থাকে,
সৃষ্টিও তবে উলঙ্গ দেহে
অশ্লীলতাই মাখে ।


বাঁধার ভাবনে পিছিয়ে রাষ্ট্র, দুর্নীতি অবশেষে,
পিছিয়ে সৃষ্টি সাধের ভারত
সাধের বাংলাদেশে ।


লেখার পৃথিবী-যদি বলে কেউ শিকলে বাঁধতে পারি,
জেনে রেখো সেই ভাইরাস ভরা
আবেগের কান্ডারী ।