প্রিয় রঙে এঁকে গেল আয়নার ঘর
রাতেলা হাসির রঙ রেখে দুই ঠোঁটে।
যে শহর অবশেষে হলো মরুভূমি
সেখানেও লাল-নীল কত ফুল ফোটে।


এলোমেলো ছিল সব, ছাদ ব্যালকনি
আগাছাতে ভরেছিল ভীষনরকম।
সব শেষে ভালো আছি ভালোদের দলে
স্মৃতির ঘড়িতে আজ ফুরিয়েছে দম।


কেউ আছে, কেউ থাকে, শূন্যতা নেই
যে যাবার চলে যায় নদীটির মতো।
যেখানে হয়েছে শেষ, শুরু করে দেখো
সবটুকু ভালোবাসা থাকে অক্ষত।