রাজনীতির ওই দল বদলের মতো
কথায় কথায় মনটা বদল করো!
মনের মানুষ সংখ্যা হয়ে গেছে
মন চাইলেই বদলে নিতে পারো!


একরতফাই যাচ্ছে হিসেব হয়ে
একটা বুকেই জমছে কতো স্মৃতি!
সংজ্ঞাটা আজ এমন বদলে গেছে
প্রেম বোঝে না প্রেমের অর্থনীতি।


চাইলেই আর ছোঁবো কেমন করে
মূল্যবৃদ্ধি, দগদগে এক ক্ষত!
একটা তুমি হাসছো বাঁকা হাসি
পাম্পে রাখা পেট্রোলেরই মতো।


ইচ্ছে তো হয় অনেক কিছু বলি
বলার মতো সুযোগ কি আর দেবে?
বদলে গেছো! বদল নিয়েই থাকো
তোমার ভালো হবে। ভীষন ভালো হবে!