হিমেল বাতাসে সন্ধ্যে ঘনিয়ে আসে
উনুনের শিখা, ধোঁয়াদের বাড়াবাড়ি!
রাত ভেঙে যারা খুঁজে গেছে উষ্ণতা
শুধু তাদের ভাগেই থেকেছে অন্ধকারই!


আঁধার আঁকড়ে উষ্ণতা থাকে তবু
মেরুর বরফও কান্না এনেছে কিনে।
চোখ থেকে চোখে জলের উচ্চতা বাড়ে
লিখে রাখে সবই গ্লোবাল ওয়ার্মিং-এ।


মন থেকে মনে প্রজাপতি লেখালেখি
কেউ কি কখনো শুঁয়োপোকাদের লেখে!
দারুণ অসুখে গোপনে রাত্রি বেঁধে
এভাবেই তারা এখনও বাঁচতে শেখে।