মহাকাশটাকে মুড়ে মুড়ে কাগজের ঠোঙা ভর্তি
নোনতা বাদামে ক্রমশ মিশে যায়
ব্রহ্মাণ্ডের লুকিয়ে থাকা গোপনাঙ্গের ঘ্রাণ


না বোঝা ঝুলতাকেই তোলা থাক
পৃথিবীর সমান্তরাল বোঝাপড়া ...
শত কোটি শতাব্দীর পরেও
ভাঙা-গড়ার গার্হস্থ্য গর্ভেই ঝুলে থাক
অগনিত দিন-রাত ...


অঙ্কের অনাকাঙিক্ষত উত্তর কথা
ক্রমশ চিনে ফেলে ক্রোমোজোম ...


প্রতিনিয়তই সভ্যতা আলো ভেবে শিকার করে
সক্রেটিসের বিষ
কিছু মা স্বীকার করে- তারা মা নয় তবু
সাদা সুতোয় মালা গেঁথে চলে ...


শিবলিঙ্গের লঙ্গরখানায় বসন্ত নামায় উচ্ছ্বল বীর্য


একটি ঠোঙার ভাঁজ খুলতেই
রেঙে ওঠে আঁটকুড়ে পল্লবীদের সিঁথি
গড়িয়ে পড়ে ব্রহ্মাণ্ডের ঋতুস্রাব ...