লোভাতুর চাঁদ, হেঁটে গেছে কত পথ
লোভাতুর চাঁদ, হেঁটে গেছে মরুভূমি,
দুটি হাতে যার কামনার থালা বাটি
ভরেছে পাত্র বীজগানিতিক বমি !


সংসারী চাঁদ, না শেষের যৌবনা
সংসারী চাঁদ, বিভূতির সাঁঝঘরে,
দশমাস ধরে গড়েছে অট্টালিকা
পৃথিবী হেসেছে প্রসবের চিৎকারে ।


আনমনা চাঁদ, এলোমেলো সব চুল
আনমনা চাঁদ, খোলামেলা বেহিসেবি,
উশৃঙ্খল প্রেম পলাশের ডানা
পৃথিবীর কাছে এটুকুই তার দাবি ।


সন্ত্রাসী চাঁদ, বোরখায় ঢাকা মুখ
সন্ত্রাসী চাঁদ, স্তনের পান্ডুলিপি -
ঢাকা থাকে সব,গিলোটিন থেকে ঝরা
লাল সিরিয়ার ইতিহাস মাখামাখি !