এক যুবতী, পদ্মপাতায় স্বপ্ন আঁকে
সেই যুবতীর তালতলাতেই একটা জনম,
এক যুবতীর ভাগ্য লেখে একটা সমাজ
কৈশোরে যার ভেঙেই গেছে লেখার কলম !


এক যুবতী, মাখছে গায়ে অলস দুপুর
সেই যুবতী জানতো কে যে বন্ধ্যা হবে,
এক যুবতীর ঘরের কোনে পুড়ছে ঘুঁটে
জানতো না সে আকাশ তলে একলা রবে !


এক যুবতী, পলাশ তলে শুকনো পাতা
সেই যুবতীর বুকের আঁচল ধূলোয় কাঁদে,
এক যুবতীর কলসভাঙা পদ্মপুকুর
জল থইথই পরাগ ব্যথা বক্ষে বাঁধে !


এক যুবতী, ষোলআনাই মৃত্যু ঢাকা
সেই যুবতী পুড়ছে দেখ চিতার বুকে,
এক যুবতী জীবন নদের নগ্ন পাড়ে
নিজেই দেখ মাখছে আগুন নিজের মুখে !


এক যুবতী, দেহের ঘরে নেই বাসনা
সেই যুবতীর নীল অভিসার পেটের টানে,
এক যুবতীর সাধের মানব নেই রে ঘরে
রাষ্ট্র ঝোলে শাড়ীর ভাঁজের সেপ্টিপিনে !


এক যুবতী, বৈঠা ধরে একলা পাড়ি
সেই যুবতীর রক্ত মাখে ইতির বেলা,
এক যুবতীর 'নষ্টা' নামের দরজাখানি
ইতিহাসের পাতার মতো রইল খোলা !