একটা বৃষ্টি তাদের মেঘে থাকে
যে মেঘে হয় মিছিল অবিরত।
রঙের মুখোশ রাখবে কতদিনই
ক্ষয়বে তারাও কাদামাটির মতো।


ডাইনে-বামে-হাত-ফুলেদের ঘরে
অনেক বছর মুখ খুঁজেছে মাটি।
এখনও ঠিক আমরা কত বোকা!
জেনেবুঝেই সে পথ ধরে হাঁটি।


শহর ভাবে, শহর হবে শেষে
ফ্রি লোভেতে পঙ্গু হবার পালা!
আমাদের এই হাতেই আছে চাবি
খুলতে তবু ভুলেই গেছি তালা।


কাজ নেই তাই কাজের লোভে ছুটি
ঘরের ছেলে ঘরের থেকে দূরে।
জ্ঞানপাপী সব! জ্ঞানের বড়াই করে
শরীর ভাসায় বেহায়া রোদ্দুরে।