উড়ে যেতে যেতে পড়ে গেছি বারবার
ডানা ভাঙা পাখি,এক কাপ কচি রোদ
সেলুকিড সুখ, পারমাণবিক রাত
ঠোঁটের তিলেতে জেগে থাকে প্রতিশোধ ।


হেঁটে গেছি কত পিরামিড খোলামাঠ
ধূলিমাখা পথে মমিদের প্রেমালাপ,
মিশরের দেহে কামার্ত নীলনদ
ফ্যারাও গন্ধ, অস্থির অভিশাপ!


ছুঁয়ে গেছি সাঁঝ সক্রেটিসের বিষ
ডায়েরির পাতা, ভার্জিল ভরা ঋণ,
বুকের আঁচলে চেয়ে দেখ মেয়ে তুই
হয়ে আছি আমি নীরব সেপ্টিপিন ।


জেগে আছি তবু মরে গেছি কতকাল
তোর মগধেই দুটো শিষ, কচি ধান,
ফিরে আসি যদি শেষ মরনের পর
হতে চাই তোর অবাধ্য সন্তান ।