লেখার কলম বাঁশের কাছে ঋণী
পারবে না শোধ দিতে কোনোদিনই ।
চাঁদটা যেমন পৃথিবীর কাছে ঠিক
প্রতি পূর্নিমা,প্রতিবার,শতাধিক
শোধের ইচ্ছায় জোছনার ভাঙাগড়া
মনে রেখো চাঁদ, এ মাতৃ বসুন্ধরা ।


সাহিত্যটা নারীর কোলে নত
আঁচল দিয়ে ঢাকে হাজার ক্ষত ।
নগ্ন শরীরে কবিতার জলকেলি
শাড়ি-ঘোমটায় মৌন মিছিল-রেলি ।
দূরবীন মন,এই কলম আর বাঁশ
বলছে অজাত, বলেনি কলম্বাস ।