শরীর ভিজিয়ে পৃথিবীর সব নারী
আঁচল পেতেছে কংসাবতীর পাড়ে,
হতাশার সব ছেঁড়া চিরকূটগুলো
নৌকা হয়েছে নতুন অন্ধকারে ।


বক্ষে ভেজানো ব্রা-এর মূল্যমালা
আবির মাখায় হায়নার বিষদাঁতে,
তখন আমার সাধের কংসাবতী
লাশ গুনে যায় বিদগ্ধ এক রাতে ।


রক্তে ভিজেছে মূল্যবোধের নাভী
রেটিনার রূপে- সভ্যতা বায়োলজি,
গনতন্ত্রের মতো কতো তন্ত্রেরা
চিহ্নিত করে- সময়ের কারসাজি ।


অসভ্য যুবা সময়ের শাড়ী খোলে
ঠোঁটে যেন তার চরম প্রতিশ্রুতি,
মহাকাল যেই ইতিহাস মেলে ধরে
অথই আঁধারে- অবাধ্য পরিণতি ।


নারী আর ঘুড়ি- এই নিয়ে পথ চলা
লাটাইয়ের লিপি কংসাবতীও চেনে,
জেগেও তোমরা ঘুমাও যে সভ্যতা
ফিউচার দেখো- নেবুলার ফিউশানে ।