যখন বরষা বিদীর্ণ করে বাদলা মেঘের মন
বিরহের স্মৃতি জাগায় তখন বেদনার অনুরন ।
বিহগের দল ফিরে যায় নীড়ে গোধূলির রঙে বুক
দিগনের মেঘে বিষণ্ণতা যে আঁকে সেই প্রিয় মুখ ।
সিঁথিচেরা এক কলার পাতায় মেঘের কান্নাজল
মেঘমালা মুছে পারি না খুঁজতে সুদূরের নীলাচঁল ।
বৃষ্টিস্নাত কুঁন্দরী ফুল গুল্মের অগোচর
ভাবি সারাক্ষণ তার মতো যদি থাকত একটা ঘর ।
হয়তো তীক্ষ্ন আবেগের বশে করেছি অনেক ভুল
অবেলায় আমি ঝরে যাওয়া এক আহত শিউলী ফুল ।


রচনা : ০৫/০৬/২০০৯