বৃষ্টি কারো নয়
মেঘের ছাতা ঘোমটা হলে
জীবনটা নয় ছয়,
থই থই পথ পথেই আবার
নতুন পরিচয় ।


রৌদ্র কারো নয়
আগুন আগুন বাষ্প জলে
পাথর পড়ে রয়,
মরু মরু ডহর মায়া
সাহসী নির্ভয় ।


লাগাম ধরে আঁধার পাঠায়
শ্বেতঅশ্ব নিশির খোটায়
তাই বৃষ্টি কারো নয়
রৌদ্র কারো নয়


রৌদ্র পোড়ে না, পোড়ায়
বৃষ্টি ভেজে না, ভেজায়