এখন একবাল্মিকী বসন্ত ঝরুক
ঘুমের আলনা জড়িয়ে থাক হলুদ আকাশ
এক দিগন্ত প্রহর গুনেছে কিশলয় ক্যানভাস
তাই একবাল্মিকী বসন্ত ঝরুক দগ্ধ পৃথিবীর বুকে
পর্ণমোচী বৃক্ষের শাখে থাক আবক্ষ প্রেম
কোনো অর্থনৈতিক বৃষ্টি নয় তবুও
ঘুমভাঙা চোখগুলো দেখুক নতুন সূর্য প্রগলভ গরিমায়,
তৃষ্নার্ত পানকৌড়ি তৃষ্না মেটাক
এঁটেল জলের শান্ত পাড়ায়
ধ্বংস করছে যারা নিরক্ষীয় প্রতিভার গুন
তারা ঘুমিয়ে থাক মেসোপটেমিয়ার সভ্যতায়