(১)

অন্ধকারের চাদর সরিয়ে বিনিদ্র হল
একটা প্রনময় সবুজ ।
জল বাতাস আর উষ্নতার আলিঙ্গনে
সে স্পর্শিতে চাইল নীল ।
প্রস্ফুটিত হল প্রসূন ।
পরক্ষণে নিরব হয়ে গেল ।

     (২)

ভিক্ষুকটা গাইছে জীবনের গান ।
একতারার সুরের আলিঙ্গনে সেটা
স্পর্শিতে চাইল নীল ।
ভেসে গেল...................
পরক্ষণে নিরব হয়ে গেল ।

-(03/04/2013)